ডাস্টবিন উপচে আবর্জনা ছড়াচ্ছে বহরমপুরের রাস্তায়

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ সপ্তাহের দ্বিতীয় দিন, বহরমপুর শহরের রাস্তাঘাটের ছবিটা একবার দেখুন। এই ছবি দেখে আঁতকে উঠলেন? একদিন নয়, বহরমপুর পৌর এলাকার বিভিন্ন রাস্তার ধার দিয়ে আবর্জনার স্তূপ পরে থাকছে প্রায় প্রতিদিন। ডাস্টবিন উপচে নোংরা আবর্জনা রাস্তায় এসে পরছে, তা থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। আবর্জনার স্তূপ, দুর্গন্ধের মধেই রাস্তা দিয়ে যাতায়াত অসংখ্য মানুষের। একদিকে উদ্বেগজনক করোনা পরিস্থিতি অন্যদিকে বহরমপুর শহরের বিভিন্ন জায়গায় এভাবে আবর্জনা জমে থাকায় দূষণের আশংকা।’ শহরের রাস্তা ঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতার ছবিটা উধাও হওয়ায় পৌরসভার উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠছে। বহরমপুরের রানীবাগান থেকে সতিমার গলি, বিভিন্ন জনবহুল এলাকায় পৌরসভার ডাস্টবিন গুলিতে জমেছে আবর্জনার পাহাড়। স্থানীয়রা বলছেন, নিয়মিত পরিস্কারের দায়িত্ব পৌরসভার, অথচ সকাল থেকে বেলা গড়িয়ে দুপুর হলেও ডাস্টবিন পরিস্কার হচ্ছে না।অস্বাস্থ্যকর পরিবেশেই নোংরা পায়ে ঠেলে চলাচল করতে হচ্ছে পথচারীদের। রাস্তার ধারে দোকানদাররাও বলছেন, দুর্গন্ধে নাজেহাল অবস্থা। প্রত্যেকের একটাই দাবি, প্রতিদিন আবর্জনার স্তূপ পরিষ্কার করুক পৌরসভা। তা না হলে অস্বাস্থ্যকর পরিবেশে রোগ সংক্রমণ ছড়ানোর আশংকা প্রবল।