ডান দিকে দড়ি বেঁধেই খালাস ! টোটো ঘুরছে শহরে ! যাত্রী সুরক্ষা কোথায় ? Berhampore Toto

Published By: Madhyabanga News | Published On:

রিয়া সেনঃ বহরমপুর পরিবহণ দপ্তরের কড়া হুঁশিয়ারি ছিল ২৯ জুন থেকে যাত্রী সুরক্ষার্থে টোটোর ডান দিক বন্ধ রাখতে হবে। যাতে কেউ ডানদিক দিয়ে নেমে রাস্তায় বিপদে না পড়েন। ২৯ জুনের আগে মাইকিং করে প্রচারও করা হয় শহরে । ২৯ শে জুন পরিবহণ দপ্তর থেকে শহর শহরের বহু টোটোকে আটক করা হয়, টোটোর ডান দিক বন্ধ না করার জন্য। এরপরেও শহরেই দেখা যাচ্ছে ভিন্ন ছবি। এখনো পর্যন্ত অনেকের টোটোর ডান দিক সম্পূর্ণ ভাবে বন্ধ হয়নি। অনেকেই কাজ চালাচ্ছেন, ডানদিকে দড়ি বেঁধে । প্রয়োজনমতো খুলেও ফেলা হচ্ছে অস্থায়ী কাঠ, দড়ি।

অনেকের কাছেই রয়েছে বিভিন্ন অজুহাত। তবে যারা নিয়ম মেনে চলছেন , প্রশাসনের এই উদ্যোগ কে সাধুবাদ জানাচ্ছেন তারা। পরিবহন দপ্তর সূত্রে বলা হয়েছে টোটোর ডান দিকে দুটো করে রড দিয়ে ঝালাই করতে হবে। যাতে কোনোভাবেই ডান দিক দিয়ে যাত্রী ওঠানামা না করেন । ডানদিকে একটা রড লাগানো যাবে না বা অস্থায়ী ভাবে দড়ি- রড বেঁধে রাখা যাবে না। যদি এই নিয়ম না মানা হয় তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পরিবহন দপ্তর।