ঠিকানা বৃদ্ধাশ্রম, শহর ঘুরে ঠাকুর দেখলেন প্রবীণারা Berhampore Durga Puja

Published By: Madhyabanga News | Published On:

ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমের ঘরে বাইরের উৎসবের কোলাহল  আসে। এসে পৌঁছায় না উৎসবের আনন্দ। নেই আত্মীয় পরিজনদের কুশল বিনিময়, নেই নাতি নাতনিদের আবদার। সে সময় চলে গিয়েছে কতো কতো বছরের পার। কিন্তু ফিকে হওয়া জীবনের রঙে ফিরে এল উৎসব।  টুকটুকে করে শহর ঘুরে  পুজোর আনন্দ উপভোগ করলেন বহরমপুরের ধোপঘাটি এলাকার বৃদ্ধাশ্রমের আবাসিকরা।

পরিবার-পরিজন নিয়ে একসময় পুজোর দিনগুলিতে ভরে উঠত জীবন। তবে সেসব এখন অতীত। এখন দিন কাটে এলকা  । পুজো এলেই ফেলে আসা দিনের স্মৃতি ঘনিয়ে তোলে বিষাদ। সেই শূন্যতা পূরণ করতে এবার আবাসিকদের নিয়ে বহরমপুরের বিভিন্ন পুজো মন্ডপ ঘুরিয়ে দেখাল প্রবীণ  সভা।   মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। সকলে ঘুরে দেখেন বিষ্ণূপুর কালীবাড়িও।

বৃদ্ধাশ্রমের সকলে একসাথে আনন্দ উৎসবে মেতে ওঠেন।  ঠাকুর দেখা শেষে আবার টোটোই করে আবার ফিরে আসা তাদের ঠিকানা বৃদ্ধাশ্রমে। আবার অপেক্ষা পরের উৎসবের।