টেস্টে সাড়া শহরের স্কুলে, মাস্ক পরেই পরীক্ষা Berhampore HS Test

Published By: Madhyabanga News | Published On:

করোনা Covid 19  পরিস্থিতিতে দীর্ঘদিন পরে খুলেছে স্কুল, স্কুল খোলার পর শুরু হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট Higher Secondary Test । করোনার পর স্কুলে প্রথম বসে অফলাইনে পরীক্ষা offline examination । স্কুল খোলার পর বিভিন্ন স্কুলে স্কুলে পড়ুয়া উপস্থিতির হার নিয়ে চিন্তা বাড়ছিল। পড়ুয়াদের স্কুলে ফেরাতে ছাত্র ছাত্রীদের বাড়ি বাড়ি যেতে দেখা গিয়েছিল স্কুল শিক্ষক থেকে জনপ্রতিনিধি ও আধিকারিকদের।

তবে তারপর এবার শুরু হয়েছে টেস্ট পরীক্ষা, বিভিন্ন যায়গায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্র ছাত্রীর উপস্থিতির হার কিছুটা কম থাকলেও বহরমপুর শহরের বিভিন্ন স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা যথেষ্টয় সন্তোষজনক।

বহরমপুর শহরের আই সি আই Berhampore ICI’এর প্রধান শিক্ষক ডঃ জয়ন্ত দত্ত জানান,   ২১৫ জন মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে ২১০ জন টেস্ট পরিক্ষা দিচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৫৫ জন তার মধ্যে দুজন বাদে সবাই টেস্ট পরীক্ষা দিচ্ছে। ছাত্র উপস্থিতির হারে সন্তোষ প্রকাশ স্কুল কতৃপক্ষের। এই স্কুলে উপস্থিতির হার ৯৯ % এর বেশি।

এর পাশাপাশি গোরাবাজার শিল্প মন্দির বালিকা উচ্চ বিদ্যালয়েও চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, সেখানেও পড়ুয়া উপস্থিতির হার প্রায় ১০০ %। স্কুলের প্রধান শিক্ষিকা ডঃ মৃন্ময়ী ঘোষ জানিয়েছেন,  স্কুলের সব  পড়ুয়ায় টেস্ট পরীক্ষা দিচ্ছে। সবাই মনোযোগ দিয়েই দিচ্ছে পরীক্ষা।