টিপছাপ নিয়ে রূপশ্রীতে জালিয়াতি, সাগরদিঘীতে গ্রেপ্তার ১ অভিযুক্ত

Published By: Madhyabanga News | Published On:

সাগরদিঘীতে রূপশ্রী জালিয়াতি কান্ডে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ভুয়া রূপশ্রীর আবেদন করা, অর্থ  তছরুপের অভিযোগ তুলে বিডিওর দারস্থ হয়েছিলেন সাগরদিঘীর কড়াইয়া গ্রামর বাসিন্দা  রেখা কর্মকার। মহিলার অভিযোগের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করে ব্লক প্রশাসন। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত সাদ সেখকে। তাকে কোর্টে পেশ করা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় জঙ্গিপুর মহকুমা আদালত।

রেখা ব্লক আধিকারিকদের জানান  , নিজেরা করেন নি রুপশ্রীর জন্য আবেদন। তাকে ভুল বুঝিয়ে আঙুলের ছাপ  নিয়ে রূপশ্রীর টাকা আত্মসাৎ করেছেন স্থানীয় দুই বাসিন্দা সাদ সেখ ও রবিউল সেখ। অভিযোগ, গত ১৫ ই জুন গ্রামের দুই বাসিন্দা সরকারি স্কিমে পাঁচ হাজার টাকার প্রলোভন দিয়ে তাঁর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যায়।   পরের দিন ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে গ্রাহক দেখেন তাঁর অক্যাকাউন্টে  ২৫ হাজার টাকা ঢুকেছিল । সেখান থেকে ১০ হাজার টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউনটে ট্রান্সফার করা  হয়েছে ।

গ্রামবাসীদের অভিযোগ, একাধিক ব্যক্তির সাথে এই তছরুপের ঘটনা ঘটিয়েছে এই অভিযুক্ত।