এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Vegetables Price hike Berhampore টানা বৃষ্টির পর অগ্নিমূল্য সব্জির বাজার, নাভিশ্বাস আমজনতার

Published on: September 21, 2024

Vegetables Price hike, Berhampore  এক নাগাড়ে বৃষ্টিতে সব্জির বাজার এখন আগুন। বাজারে গেলেই হাতে ছ্যাকা লাগার উপক্রম। গত সপ্তাহে নিম্নচাপের জেরে বৃষ্টিতে জল বেড়েছে নদীর। ভেঙেছে বাঁধ। প্লাবিত হয়েছে বহু এলাকা। ভেসে গিয়েছে মাঠ, ঘাট, চাষের জমি। এর প্রভাব পড়েছে সব্জির বাজারেও।

সপ্তাহ শেষে শনিবার বহরমপুরের স্বর্ণময়ী বাজারে চড়া সব্জির দাম। পটল, বেগুন, ঢ্যাঁড়স থেকে টম্যাটো, উচ্ছে, গাজর, ঝিঙে, কপির দাম উর্ধমুখী।

টম্যাটো আগে ছিল ৬০ টাকা এখন কেজি প্রতি দাম বেড়ে হয়েছে ৮০ টাকা। পটল ২০ থেকে বেড়ে হয়েছে ৪০। বেগুন ৪০ থেকে বেড়ে হয়েছে ৮০ টাকা কেজি। ফুলকপি বিকোচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা দরে, পেঁপে ৩০ থেকে বেড়ে হয়েছে ৪০, শশা ২০ থেকে ৪০, চালকুমড়ো ৪০ থেকে বেড়ে ৫০।

সব্জি ব্যবসায়ীদের দাবি, বৃষ্টিতে নষ্ট হয়েছে সব্জি। তার জেরেই জোগানে টান পড়ায় অনেকটাই দাম বেড়েছে। সব্জির দাম বাড়ায় বেচাকেনাও কমেছে একধাক্কায়। পুজোর আগে অগ্নিমূল্য বাজার, সব্জির দাম বাড়ায় নাভিশ্বাস উঠছে আমজনতার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now