টাকা ফেললেই আধার কার্ড, নবগ্রামে পুলিশের হানা

Published By: Madhyabanga News | Published On:

টাকা ফেললেই হচ্ছিল আধার কার্ডের কাজ। আধার সংশোধন করতে কারো কাছ থেকে নেওয়া হচ্ছিল ইচ্ছেমতো টাকা। খবর পেয়ে অভিযান চালাল নবগ্রাম থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় দুই যুবককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি সুত্র মারফৎ তাদের কাছে খবর আসে নবগ্রামের মহুরুল গ্রাম পঞ্চায়েতের পলসা গ্রামে একটি বাড়িতে বেশ কিছুদিন ধরে টাকার বিনিময়ে আধার কার্ড করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে বিধায়ক প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে ওই বাড়িতে হানা দেয় নবগ্রাম থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ল্যাপটপ, প্রিন্টার সহ অন্যান্য সামগ্রী।

ঘটনায় গ্রেপ্তার করা হয় শুভ দেওয়ান ও ও অমিত মহালদার নামে দুই যুবককে। কিভাবে এই ভুয়ো আধার চক্র চলছিল তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। যদিও আধার কার্ড তৈরীর কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত।

অভিযুক্ত যুবক শুভ দেওয়ানের দাবি, বেআইনী ভাবে কাজ করছিলেন না। কিন্তু পোস্ট অফিস ,  আধার কেন্দ্র ছাড়া কোথাও হয় না আধার কার্ডের সংশোধন। কীভাবে কাজ করছিলেন ওই যুবকরা, সংশয়ে পুলিশ।