টাকার বিনিময়ে করোনার টীকার কুপন ! অভিযোগ হরিহরপাড়ায়

Published By: Madhyabanga News | Published On:

টাকা না দিলে মিলছে না করোনা ভ্যাকসিনের কুপন এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল হরিহরপাড়ায় ।
মঙ্গলবার হরিহরপাড়া থানার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে চলছিল করোনা ভ্যাকসিন টিকা দেয়ার কাজ। করোনা টিকা নিতে আসা গ্রাহকরা কূপন নেওয়ার সময় টাকা নেওয়ার অভিযোগ এক আশাকর্মীর বিরুদ্ধে।

যেখানে বাড়ি বাড়ি কুপন বিলি করার নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশকে অমান্য করে ওই আশা কর্মী এক জায়গায় বসে টাকার বিনিময়ে কুপন বিলি করছিলেন বলে অভিযোগ গ্রামবাসীদের।

অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরাও।   হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: আজিজুল লস্কর বলেন, ”  আমাদের কাছে টাকা নেওয়ার খবর এসেছে তবে এ বিষয়টি খতিয়ে দেখছি আমরা এবং জেলা স্বাস্থ্য দপ্তরে খবর দেওয়া হয়েছে”  ।

ঘটনা ঘিরে চাঞ্চল্য হরিহরপাড়ায়।