জয়েন্ট ইঞ্জিনিয়ারিং-এ ৭০ র‍্যাঙ্কে বহরমপুরের মাহাফুজুল

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ উচ্চ মাধ্যমিকের পর জয়েণ্ট এন্ট্রান্সেও দারুন রেজাল্ট তার।জয়েণ্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং এ রাজ্যে ৭০ র‍্যাঙ্ক করেছে বহরমপুর গোরাবাজার আই সি আই স্কুলের এবছরের উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্র মাহফুজুল হক।জেলার কৃতীদের প্রথম সারিতে রয়েছে মাহফুজুলের নাম। এ এবছর উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে মাহফুজুলের সর্বোচ্চ নম্বর ৪৯২। ফের সাফল্যের মুকুটে জুড়ল নতুন পালক। শুক্রবার ওয়েবসাইটে জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট দেখে উচ্ছসিত এই কৃতী ছাত্র। তবে আরেকটু চেষ্টা করলে আরও ভালো ফল হতো এই কথা এখন ভাবাচ্ছে তাকে।

বহরমপুরের চালতিয়ার বাসিন্দা মাহফুজুল হক।বাবা মা দুজনেই শিক্ষকতার সাথে যুক্ত। দিনে প্রায় ৬ ঘণ্টা পড়াশোনা মাহফুজুলের। ছোট থেকেই ছেলেকে পড়াশোনায় উৎসাহ যুগিয়েছেন বাবা মা দুজনেই। ছেলের সাফল্যে পরিবার জুড়ে খুশির আবহ। পড়াশোনা করে ভবিস্যতে সাফল্যরে শীর্ষে পৌছবে ছেলে, সেইভাবেই মাহফুজুল কে গাইড করছেন বাবা আনোয়ারুল হক।

সামনে এখনও অনেক পরীক্ষা বাকি, আইআইটি ইঞ্জিনিয়ার না হয় ফিজিক্স নিয়ে গবেষণা করার বেশি ইচ্ছে এই কৃতী ছাত্রের।আগামি দিনে উচ্চ শিক্ষায় নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে মাহফুজুল।