জোট ঘোট কে ভোট নয়’! জিয়াগঞ্জে কটাক্ষ মমতা’র

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২০এপ্রিলঃ বিধানসভা ভোটের প্রচারে মুর্শিদাবাদে এলেন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জিয়াগঞ্জে জনসভা করলেন। মুর্শিদাবাদ ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে।

সভা মঞ্চ থেকেই মমতার আক্রমণের নিশানায় ছিল  বিজেপি। সাথেই  কংগ্রেস, সিপিএম এর বিরোধিতায় সরব হলেন। মমতার কটাক্ষ- জোটের নামে ঘোট হচ্ছে। বিজেপির বড় দালাল- সিপিএম, কংগ্রেস। সিপিএম এর হারমাদরা এখন বিজেপিতে।

জনসভায় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দ্যেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান- ভোট ভাগাভাগি করে লাভ নেই। বাম কংগ্রেস জোট- বিজেপি কে কড়া ভাবে কটাক্ষ করে বললেন- জগাই মাধাই, গদাই- সিপিএম , কংগ্রেস, বিজেপি।

একই সঙ্গে ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য দায়ী করলেন নরেন্দ্র মোদী সরকারকে। অধীরের জেলা মুর্শিদাবাদে এসে জোট ঘোটকে কোন ভোট নয় বলে কটাক্ষ করলেন, তবে উল্লেখযোগ্য ভাবে অধীর চৌধুরীকে কোন আক্রমণ করতে শোনা গেল না মমতা কথায়।