জেলা পরিষদের সভাধিপতি কে ? জমা পড়েছে বায়োডাটা , তৃণমূল অফিসে চলছে ঝাড়াইবাছাই

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১১জুনঃ মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি কে হবে ? ১৬ই জুন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি ও সহকারি সভাধিপতি নির্বাচন। সভাধিপতি ও সহকারি সভাধিপতি হবেন কারা ? চলছে তুমুল জল্পনা। চাকরির দরখাস্তের আদলে জমা পড়ছে সিভি’ও। জেলা পরিষদের ২৮ জন সদস্য সভাধিপতি-  সহকারি সভাধিপতি হওয়ার জন্য আবেদন পত্র জমা দিয়েছেন। আবেদনপত্রগুলি ঝাড়াইবাছাই  করে পাঠিয়ে দেওয়া হবে  রাজ্য নেতৃত্বের কাছে।                                                                                             ১৫ই জুন বিকেলে জেলা পরিষদের সদস্য সদস্যাদের নিয়ে দলীয় বৈঠকের আহ্বান করেছে তৃণমূল নেতৃত্ব। সেই বৈঠকে চূড়ান্ত হবে বলে তৃণমূল সূত্রে খবর।

জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ আবু তাহের খান বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তৈরি করা কোর কমিটিই সভাধিপতি নির্বাচন নিয়ে এই প্রক্রিয়া  চালুর সিদ্ধান্ত নিয়েছে।  তৈরি হবে ইচ্ছুকদের তালিকা,  এই তালিকা তৈরির পর পাঠিয়ে দেওয়া হবে রাজ্য নেতৃত্বর কাছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজ্য নেতৃত্ব সভাপতি সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর  ১৫ তারিখ সন্ধ্যেয়  জেলা পরিষদের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ডাকা সভাতেই জানানো হবে দলের সিদ্ধান্ত।

চাকরির ঢঙে দরখাস্ত নিয়ে সভাধিপতি নির্বাচন নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি জেলা সভাপতি গৌরী শংকর ঘোষের মন্তব্য, দলে ঐক্য নেই বলেই দরখাস্ত জমা করতে হচ্ছে।