জেলা নেতৃত্বের নির্দেশ উপেক্ষা করে ফের অনাস্থা রানিনগরে

Published By: Madhyabanga News | Published On:

জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সাফ নির্দেশ, দলের রাজ্য নেতৃত্বের অনুমতি ছাড়া গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে  আনা যাবেনা অনাস্থা।  অনাস্থার  অনুমতি চেয়ে দরখাস্ত জেলা কমিটি মারফৎ করতে হবে। কিন্তু আদৌ মানা হচ্ছে দলের নেতাদের নির্দেশ ? প্রশ্ন উঠছে রানিনগর ২ পঞ্চায়তে সমিতিতে অনাস্থা ঘিরে।

বৃহস্পতিবারই  রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়। পঞ্চায়েত সমিতির মোট ২৭ জন সদস্যদের মধ্যে সহকারী সভাপতি মুর্শিদ নাওয়াজ বাচ্চুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন ২২ জন সদস্য। এর পাশাপাশি ৪১ জন স্থায়ী সমিতির সদস্যের মধ্যে ৫ জনের বিরুদ্ধেও  অনস্থা আনেন ৩৩ জন সদস্য। কারণ হিসেবে সামনে আনা হয়েছে দল বিরোধী কাজের প্রসঙ্গ।

তবে অনুমতির প্রশ্নে রানিনগর  ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শাহ আলম বলেন, অনাস্থা না আনার বিষয়ে  কোন লিখিত নির্দেশ নেই।  দল বিরোধীদের বিরুদ্ধেই অনাস্থা আনা হয়েছে।  জেলা সভাপতি দল বিরোধীদের মদত দিচ্ছেন কিনা সেই প্রশ্নও তুলেছেন শাহ আলম।

গোটা ঘটনায় অস্বস্তিতে তৃণমূল শিবির।