পৌরভোটে তৃণমূল ঝড় মুর্শিদাবাদেও। মুর্শিদাবাদে ৭ পৌরসভাই দখল করেছে তৃণমূল কংগ্রেস।
মোট ১৩৫ টি ওয়ার্ডের মধ্যে ৯৫ টি পেয়েছে তৃণমূল কংগ্রেস , ১৫ আসনে জয়ী হয়েছেন কংগ্রস প্রার্থীরা। বিজেপি জিতেছে জেলার ১০ টি ওয়ার্ডে। বামেদের ঝুলিতে গিয়েছে ৩ টি আসন।
১২ টি আসনে জিতেছে নির্দল প্রার্থীরা। নির্দল প্রার্থীদের সিংহভাগই তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। ভোট শতাংশের হিসেবে ৫৩.৮০ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। কংগ্রেসের প্রাপ্ত ভোটঃ ২০.২৩ শতাংশ। বিজেপি পেয়েছে ১১.৭৮ শতাংশ ভোট। বামেরা পেয়েছে ৫.১৫ শতাংশ ভোট।
জেলায় দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছে কংগ্রেস। একুশের বিধানসভা নির্বাচনে জেলায় কোন আসন পায়নি কংগ্রেস। দুটি আসন পেয়েছিল বিজেপি।