জেলায় করোনায় দৈনিক মৃত্যু কমে ২

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৫মেঃ মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। রবিবার ১০ জনের এবং  সোমবার ৮ জনের করোনায় মৃত্যু হয়েছিল। সেই নিরিখে এদিন মৃত্যুর সংখ্যা অনেকটাই কম। এদিন জেলায় ২৮৪ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। সোমবার নতুন  আক্রান্তের সংখ্যা ছিল ২৭৫।

 

রাজ্যে ১৭,০০৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। গত দুই দিনের চেয়ে কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা।  মৃত্যু হয়েছে ১৫৭ জনের। মঙ্গলবার সুস্থ হয়েছেন ১৯,০৫৭ জন।

 

See also  Karam Puja 2025 সৃষ্টির উৎসব করম, কারা, কোথায় পালন করেন?