জেনে নিন জেলার বিভিন্ন বাজারে কেমন বাজার দর

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় সব্জির বাজারে সব্জির দাম আকাশছোঁয়া। রঘুনাথগঞ্জ থেকে হরিহর পাড়া জেনে নিন জেলার বিভিন্ন বাজারে কেমন বাজার দর।

লকডাউনে সব্জির বাজারে আগুন, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় সব্জির বাজারে সব্জির দাম আকাশছোঁয়া। রঘুনাথগঞ্জের দরবেশপাড়া সব্জি বাজারেও সপ্তাহের শুরুতে একই ছবি। মহার্ঘ্য আলু ,কাঁচা লঙ্কা। অন্যান্য সবজিরও দাম বেড়েছে তুলনামূলক। বেগুন ৫০ টাকা, লঙ্কা ৮০ থেকে ৯০ টাকা, টম্যাটো ৯০ থেকে ১০০ টাকা, গাজর ৪০ টাকা, ঝিঙে ২৫ টাকা, কচু ৩০ টাকা , পটল ৪০ টাকা পেপে ৩০ টাকা প্রতি কেজি।আলুর দাম বাড়ছে প্রতিনিয়ত, প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা। ব্যাবসায়িরা বলছেন সব্জির জোগান কম, আমদানি কম, বৃষ্টিতে ফসলের ক্ষতি সব মিলিয়েই দাম বাড়ছে।

মুর্শিদাবাদের হরিহরপাড়া কাঁচা লঙ্কা উৎপাদনে অন্যতম জায়গা। হরিহর পাড়া বাজারেও কাঁচালঙ্কার চড়া দর, বাজারে দাম বাড়ছে আলুর। হরিহর পাড়া বাজারে ব্যাবসায়িরাও বলছেন একই কথা। বর্ষায় সব্জি চাষে ব্যাপক ক্ষতি।বিঘের পর বিঘে জমির কাচালঙ্কা জমিতেই পচে নষ্ট হয়ে গিয়েছে বাজারে পৌঁছনর আগেই।এদিন হরিহরপাড়া বাজারেও কাঁচালঙ্কা ৮০ থেকে ১০০ টাকা প্রতি কেজি।

সপ্তাহে দুদিন লকডাউনে বন্ধ থাকছে বাজার, লাভ তুলতে দিগুন হারে ব্যাবসায়িরা ক্রেতাদের কাছে সব্জির দর হাকালেও মধ্যবিত্তের পকেটে টান, সব্জি বাজারে এসে সব্জি কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।