এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

জুয়ার আসর বসায় প্রতিবাদ, খুন সামসেরগঞ্জে

Published on: November 8, 2021

বাড়ির পাশেই জুয়ার আসর ও বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় খুন প্রতিবাদী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ভাসাইপাইকর গ্রামে। মৃতের নাম মোরসালিম সেখ। গ্রামেই শ্রমিকের কাজ করতেন। মৃতের পরিবারের অভিযোগ, বছরখানেক ধরেই প্রতিবেশী রাকিব সেখ তাঁর বাড়িতে মদ, জুয়ার আসর বসাত। বিদ্যুৎ চুরিও হত। রবিবার রাতেও একই ঘটনা ঘটে। অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে। প্রতিবেশী মোরসালিম সেই সময় প্রতিবাদ করেছিলেন। আরও অভিযোগ, এর পরেই রাকিব সেখ ও তাঁর দলবদল মোরসালিম সেখের বাড়িতে ঢুকে চড়াও হয়। ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। চিৎকার শুনে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। ততক্ষণে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয়দের তৎপরতায় আশংকাজনক অবস্থায় মোরসালিম সেখকে উদ্ধার করে অনুপনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জঙ্গিপুর মহাকুমা হাসপাতাল, বহরমপুর এবং পরে কলকাতা নিয়ে যাওয়ার পথে মারা যায় সে। গোটা ঘটনায় এলাকা জুড়ে শোরগোল পরে যায়। মৃতের বাড়িতে ঢল নামে গ্রামবাসীদের। শোকের ছায়া মৃতের পরিবারে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি উঠছে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিব সেখের বাড়ি তালাবন্ধ। গা ঢাকা দিয়েছে পরিবারের লোকজন। এলাকায় অসামাজিক কাজকর্ম চলায় প্রতিবাদের মাশুল যে এভাবে দিতে হবে তা ভাবতেও পারছেন না পাড়া প্রতিবেশীরা। প্রত্যেকেই আতঙ্কিত।
ইতিমধ্যেই সামসেরগঞ্জ থানায় মৃতের পরিবারের তরফে রাকিব সেখ সহ তিনজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। সোমবার দুপুরে ঘটনাস্থলে যান ফরাক্কা এসডিপিও অসীম খানের নেতৃত্বে পুলিশ বাহিনী। পরিস্থিতি খতিয়ে দেখে ঘটনার তদন্তে পুলিশ।

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now