মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৮জুনঃ জুলাই মাসে ফল প্রকাশ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের । ক্লাস নাইনের বার্ষিক পরীক্ষার ফল সালে ইনটারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্টের নাম্বারের উপর ভিত্তি করে হবে মাধ্যমিকের ফল। দুটোকেই সমান গুরুত্ব দেওয়া হবে।
২০১৯ সালে ক্লাস নাইনের পরীক্ষার মার্কশিট আছে স্কুলে। ২০২০ সালে ইনটারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্টের নাম্বারের উপর ভিত্তি করে হবে মাধ্যমিকের ফল। রেজাল্ট পছন্দ না হলে, যখন পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি হবে তখন পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা। তবে পরীক্ষা দিলে সেই পরীক্ষার প্রাপ্ত নাম্বারই চুড়ান্ত।
ক্লাস নাইনের প্রতি বিষয়ের পূর্ণমান ১০০। ইনটারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্টের পূর্ণ মান ১০। দুটিকেই সমান গুরুত্ব।
২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার চারটি বিষয়ের সর্বোচ্চ নাম্বারের প্রাপ্ত উপর ভিত্তি করে ৪০ % নাম্বারের ওয়েটেজ। এবং ২০২০ সালে ১১’র বার্ষিক পরীক্ষার থিওরিতে প্রাপ্ত নাম্বাররের উপর ভিত্তি করে ৬০ % নাম্বারের ওয়েটেজ দেওয়া হবে। সাথে যুক্ত হবে টুয়েলভের প্রজেক্ট ও প্র্যাক্টিকালের নাম্বার। উচ্চমাধ্যমিক্র ফল পছন্দ নাহলেও দেওয়া যাবে পরীক্ষা।