এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

জুন: কাছ থেকে দিদিকে চিনি ; জাকিরের প্রচার জুন, সোহম, রাজ চক্রবর্তী

Published on: September 27, 2021

“কাছ থেকে দিদিকে দেখেছি তিনি কীভাবে দিনরাত এক করে  মানুষের জন্য ভাবেন, মহিলা, সংখ্যালঘু  সকলের কথা মাথায় রেখে উনি যে সংগ্রাম করেছেন তা অভাবনীয়। উনি যা বলেছেন সেটা করে দেখিয়েছেন “, সোমবার জাকির হোসেনের নির্বাচনী সভায় বললেন অভিনেত্রী, বিধায়ক জুন মাল্য।

রবিবার  উঠল শেষ বেলার প্রচার। প্রচারে তারকা চমক দেখা গেল  জঙ্গিপুর । জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেনের সমর্থনে প্রচারে ঝড় তুললেন বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা সোহম চক্রবর্তী এবং অভিনেত্রী জুন মালিয়া।

সোমবার দুপুরে রানিনগর গ্রামে প্রচার সভায় এসে বিভিন্ন জনমুখি প্রকল্পের কথা তুলে ধরলেন সকলেই।
৩০ তারিখ বিধানসভা ভোটের আগে শেষ দিনের নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সহ স্থানীয় নেতৃত্ব। এদিনের প্রচারে তারকাদের এক ঝলক দেখতে ভিড় করেন বহু মানুষ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now