জুনিয়ার ডাক্তাররা বুঝছেন সাধারণ মানুষ দুরে সরে যাচ্ছে , তাই চালু রাখছেন আংশিক পরিসেবা

Published By: Madhyabanga News | Published On:

রিয়া সেন : বহরমপুর ১৬ই জুন – শুভবুদ্ধির উদয়। মানুষকে দুরে সরিয়ে কোন সরকারী নিরাপত্তা বেষ্টনীই ‘নিরাপত্তা’ দিতে পারে না ডাক্তারদের। দেরিতে হলেও সেটা বুঝতে পেরেছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের জুনিয়ার ডাক্তাররা। ছদিনের আন্দোলনের মাঝ পথে রবিবার বেলা তিনটে থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের জুনিয়ার ডাক্তাররা আন্দোলন বজায় রেখেও রোগী পরিষেবা কেন্দ্র চালু করলেন। আন্দোলনরত চিকিৎসকেরা জানিয়েছেন রবিবার বেলা তিনটে থেকে এই পরিসেবা চালু হলেও। প্রতিদিন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত চার জন করে জুনিয়ার ডাক্তার পর্যায় ক্রমে এই রোগী পরিষেবা দেওয়ার কাজ চালিয়ে যাবেন। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এমারজেন্সির সামনে টেবিল চেয়ার পেতে তারা এই কাজ শুরু করেছেন। জুনিয়ার ডাক্তারদের অভিমত তারা মানুষের দুর্দশার কথা ভেবে এই পরিষেবার সিদ্ধান্ত নিয়েছেন । পাশাপাশি তাদের আন্দোলন চলবে এবং রাজ্য স্তরে যে সিদ্ধান্ত হবে সে সিদ্ধান্তও মেনে চলবেন। এই পরিসেবা চালুর সাথে সাথে রোগীদের ভীড় শুরু হয়েছে। শুধু মুর্শিদাবাদই নয় পার্শ্ববর্তী জেলা থেকেও চিকিৎসা পরিসেবা নিতে প্রতিদিন হাজারে হাজারে মানুষ আসেন এই মেডিক্যাল কলেজে। রাজ্যব্যাপী ছদিনের ডাক্তারদের আন্দোলনে জেরবার সাধারণ মানুষের কাছে মুর্শিদাবাদ মেডিক্যালের এই সিদ্ধান্ত কিছুটা হলেও আশার আলো।