জীবন সাহার পুকুর দেখতে হাজির সুকান্ত। বাধা পুলিশের । বিক্ষোভে BJP

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত্ত, আন্দিঃ  বড়ঞায়  জীবন কৃষ্ণ সাহার পুকুর দেখতে গিয়ে  পুলিশি বাধার মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব।  বৃহস্পতিবার  বড়ঞার আন্দির কালীবাড়ি থেকে মিছিল শুরু করেন সুকান্ত মজুমদার। পায়ে হেঁটে পুকুরে যাওয়ার পরিকল্পনা পরিকল্পনা ছিল বিজেপি নেতাদের । প্রায় ১৫ মিনিট পুলিশের সাথে  ধবাস্তাধবস্তি হয়। সেখান থেকে গাড়ি নিয়ে বেড়িয়ে বিধায়কের বাড়ির কাছে পৌঁছান সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা। চেষ্টা করেন জীবন কৃষ্ণ সাহার বাড়ির কাছের  পুকুরের কাছে পৌঁছাতে। সেখানেও বাধা দেয় পুলিশ। পুলিশের ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতারা। প্রায় ৩০ মিনিট সেখানে দাঁড়িয়ে থাকার পর বড়ঞা  থানার দিকে রওনা দেন বিজেপি নেতারা।

পুলিশের পক্ষ থেকে জাননো হয়, নেই এনওসি। তাই পুকুরের কাছে যেতে দেওয়া হবে না বিজেপি নেতাদের।  সুকান্তর দাবি, এনওসি’র অজুহাতে  পুলিশ দিয়ে বিজেপি’র আন্দোলন  আটকানোর চেষ্টা হচ্ছে। মোবাইলেই রয়েছে দুর্নীতির প্রাণ ভোমরা ।    প্রায় ৩০ মিনিট আটকে থাকার পর থানার দিকে রওনা হন বিজেপি নেতারা।

সিবিআই জিজ্ঞাসাবাদের সময় এই পুকুরেই মোবাইল ছুঁরে ফেলেছিলেন জীবনকৃষ্ণ সাহা । সেই পুকুর দেখতে গিয়েই দফায় দফায় বাধার  মুখে পড়তে হয় বিজেপি রাজ্য সভাপতিতে। পুলিশের সাথে ধস্তাধস্তিতে   জড়িয়ে পড়েন বিজেপি নেতৃত্ব। যদিও পুকুর অবধি পৌঁছাতে পারে নি বিজেপি নেতারা।