জীবন্তী থেকে শেরপুর রাস্তা, গাঁতলা ব্রিজ নিয়ে মমতাকে চিঠি অধীরের

Published By: Madhyabanga News | Published On:

জীবন্তি থেকে গাঁতলা- গাঁতলা থেকে শেরপুর পর্যন্ত রাস্তা সংস্কার নিয়ে রাজ্যকে তোপ দাগলেন  বহরমপুরের সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। গাঁতলা ঘাটের রাস্তা পরিদর্শন করেছেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সোমবার বিকেলে ঘুরে দেখেন রাস্তার বর্তমান অবস্থা। ব্রিজ তৈরি হলেও রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল যা নিয়ে প্রশ্ন তোলেন  অধীর রঞ্জন চৌধুরী। রাস্তার বেহাল অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠিও লিখেছেন অধীর। অধীর লেখেন, জীবন্তী থেকে শেরপুর যাওয়ার রাস্তা খানাখন্দে ভরা।  গাঁতলা ব্রিজ ও রণগ্রাম ব্রিজের অবস্থা করুণ  বলে চিঠিতে লিখেছেন অধীর। দাবি জানিয়েছেন ব্যবস্থা নেওয়ার।

একদিকে বহরমপুর- কান্দি ভায়া রণগ্রাম ব্রিজ অন্যদিকে বহরমপুর -খড়গ্রাম ভায়া জীবন্তি গাঁতলা ঘাট ব্রিজ;  মুর্শিদাবাদ থেকে বীরভূম- বর্ধমান যোগাযোগের ক্ষেত্রে কান্দি মহকুমার গুরুত্বপূর্ণ  দুটি রাস্তা । রণগ্রাম ব্রিজের ভোগান্তির সাথেই বর্তমানে জ্বলন্ত  সমস্যা গাঁতলা ঘাট ব্রিজ সংলগ্ন বেহাল রাস্তা। যে রাস্তা সংস্কার নিয়ে রাজনৈতিক তরজা  তুঙ্গে।  তৃণমূল কংগ্রেস নেতা অশোক দাস অবশ্য  অধীরের প্রশ্নকে গুরুত্ব দেননি। অশোক দাসের দাবি , সংবাদ মাধ্যমে বেঁচে থাকার রাস্তা তৈরি করতে  চাইছেন অধীর, তাই এসব বলছেন।