জীবনের মোবাইলে দুর্নীতির প্রাণ ভোমরা ? পুকুরে ফোন খুঁজতে মরিয়া সিবিআই

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত্ত, বড়ঞাঃ বিধায়কের মোবাইল  ফোনেই কি লুকিয়ে দুর্নীতির রসহ্য ? মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক  জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই হানায় উঠে আসছে সেই সম্ভাবনাই।বেলা প্রায় সাড়ে বারোটা থেকে টানা তল্লাশি চলছে জীবন কৃষ্ণ সাহার আন্দির বাড়িতে। সিবিআই সূত্রে খবর, জেরা চলাকালীন অফিসারদের অসতর্কতার খবর নিয়ে নিজের দুটি মোবাইল ফোন বাড়ির পিছনের পুকুরে ফেলে দিয়েছেন বিধায়ক জীবন সাহা। এতেই দানা বেঁধেছে রহস্য।  জানা গিয়েছে সিবিআই তৃণমূল বিধায়কের  বাড়ি থেকেই প্রচুর নথি উদ্ধার করেছে  । উদ্ধার হয়েছে  স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক , উচ্চ প্রাথমিকের নিয়োগ পরীক্ষার বেশকিছু অ্যাডমিটও।

এদিন প্রায় রাত এগারটা নাগাদ শুরু হয় পুকুরে একাংশ থেকে জল তুলে ফেলার কাজ। কার্যত জল ছেঁচে মোবাইল খুঁজছে সিবিআই। সিবিআই আধিকারিকদের ধারণা , বিধায়কের মোবাইলের সূত্র ধরেই উদ্ধার হতে পারে নিয়োগ দুর্নীতির জটিল রহস্য। নিয়োগ দুর্নীতিকান্ডে  কারা টাকা দিয়েছিলেন ? কেন টাকা দিয়েছিলেন ? টাকা  গিয়েছিল কোথায় ? সব দিক খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির র‍্যাকেট তৈরী করেছিলেন জীবন কৃষ্ণ সাহা। সেই র‍্যাকেটের সদস্যদের ফোন নম্বর রয়েছে ওই দুটি ফোনে। পাওয়া যেতে পারে কল রেকর্ড, ছবি, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। পুকুরে মেশিন বসিয়ে রাতেই শুরু হয়েছে জল তুলে ফেলার কাজ।

পুকুরে তল্লাশি সিবিআইয়ের

সিবিআই সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিধায়কের বাড়িতে তল্লাশি চালানোর সময়  আচমকা উঠে চলে যান জীবন। তাঁর ব‍্যবহৃত দুটি মোবাইল ফোন ছুড়ে ফেলে দেন পুকুরে। পাশের আমবাগানেও খোঁজেন সিবিআই আধিকারিকরা। কিন্তু খুঁজে পাওয়া যায়নি বিধায়ক তথা শিক্ষকের মোবাইল। পুকুরে তল্লাশির পরও উদ্ধার হয় নি মোবাইল। তবে তাতেই থামতে রাজি নন সিবিআই আধিকারিকরা। তাঁরা জানান, পুকুরে জল ছেঁচে খোঁজা হবে মোবাইল। ইতিমধ্যে বিধায়কের বাড়ি থেকে উদ্ধার বিভিন্ন মার্কশিট, পরীক্ষার অ্যাডমিট কার্ড সহ প্রচুর নথি। যা কেন্দ্রীয় গোয়েন্দাদের শিক্ষক নিয়োগ কান্ডের গোড়ায় পৌঁছতে  সুতোর ভূমিকা নেবে বলে দাবি সিবিআই আধিকারিকদের। শুক্রবার সকাল থেকে টানা সিবিআই জেরায় জেরবার বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা।

সিবিআই সূত্রের দাবি,  চলতি বছর ফেব্রয়ারি মাসে শিক্ষক নিয়োগ কান্ডে ছ’জনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী দল। সেই ছ’জনের মধ্যে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের ভড়ঞার বাসিন্দা কৌশিক ঘোষও ছিলেন। যিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি চক্রে যুক্ত ধৃত কুন্তল ঘোষের ঘনিষ্ঠ বলে তদন্তে জানতে পারে সিবিআই।  সেই সময় কেন্দ্রের এই তদন্তকারী দলের আধিকারিকরা বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সঙ্গে কৌশিকের ঘনিষ্ঠতার আঁচ পেয়েছিলেন বলে সিবিআই সূত্রের দাবি। এদিন কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে বিধায়কের বাড়ি। বাড়ির দরজা বন্ধ করে বিধায়ককে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা।