জিতবে মানুষঃ মোবাইল ফোনেই চিকিৎসা, উদোগ বিজ্ঞান মঞ্চের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৯মেঃ কোভিডের আবহে উপেক্ষা করবেন না জ্বর, শারীরিক সমস্যা। পরামর্শ নিন চিকিৎসকদের। বলছেন বিশেষজ্ঞরা। এবার মুর্শিদাবাদে টেলিমেডিসিন চালু করল বিজ্ঞান মঞ্চ।

কিছু তরুণ  চিকিৎসককে সংগঠিত করে বিজ্ঞান মঞ্চ  শুরু করে দিয়েছি  ফোনের মাধ্যমে  কোভিড চিকিৎসার  পরামর্শ ।

সাথেই চলছে  কোভিড বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান। মাইক ও লিফলেট নিয়ে  বহরমপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে বিজ্ঞান কর্মীদের  প্রচার গাড়ি। লিফলেটে করোনা প্রতিরোধে করণীয়গুলি ছাড়াও রয়েছে ওইসব চিকিৎসকদের ফোন নাম্বার।

চিকিৎসকদের  নাম্বারে ফোন করে   ঘরে বসেই করোনা রোগীরা পেয়ে যাবেন প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ। লিফলেটে উল্লেখ করা হয়েছে এ জেলার কোভিড হাসপাতাল এবং সেফ হোমের নাম, ঠিকানা ও  যোগাযোগের ফোন নাম্বার।

বিজ্ঞান মঞ্চের কর্মীরা জানান,  পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বহরমপুরে শুরু করতে চলেছে অক্সিজেন পরিষেবা এবং হোম স্যানিটাইজিংয়ের  পরিষেবা।