মধ্যবঙ্গ নিউজঃ জাতীয় সড়কে যানজটের জেরে নাকাল বহরমপুরবাসী। কবে এই যানজট থেকে মুক্তি মিলবে প্রশ্ন তুলছেন তাঁরা।বহরমপুরে চুঁয়াপুর থেকে পঞ্চাননতলা পর্যন্ত নিত্য যানজটে ভোগান্তির শেষ নেই। রাত্রে একটি নির্দিষ্ট সময় ছাড়া দিনের বেশিরভাগ সময় এই জ্যাম লেগেই থাকছে। বৃহস্পতিবার দুপুরে দেখা গেল ওই রাস্তায় যানজটে সার দিয়ে আটকে রয়েছে লরি। ছোট গাড়ি, বাস, মোটর বাইক আটকে আছে। যার জেরে এই প্রচন্ড গরমে ঘেমে একসা বাস যাত্রীরা। ওই রাস্তা দিয়ে বহরমপুর বাসস্ট্যান্ড যায় কৃশ্ননগর-কলকাতা থেকে মোর আসা বাস।উত্তরবঙ্গের দিকে গাড়ি যাওয়ার রাস্তাও সেটি। এদিন করিমপুর থেকে আসা একটি বাসের যাত্রী জানলা দিয়ে বিরক্ত হয়ে যা নয় তাই বললেন। তিনি বলেন, কীভাবে এর সমাধান হবে কেউ জানেনা। আমাদের প্রতিদিন এইভাবেই যাতায়াত করতে হবে? ওই এলাকার দোকানদার আশরাফ শেখ, আফতাবউদ্দিন শেখ বলেন, বছর সাতেক হল এই যানজট বেড়েছে। তারপর চুঁয়াপুর ওভার ব্রিজ তৈরির কাজ শুরু হওয়ার পর থেকে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে।যতদিন না ওভারব্রিজে গাড়ি চলাচল শুরু হচ্ছে, এই পরিস্থিতি কমবে না। তাছাড়া অন্যভাবে ভাবা দরকার। ওই রাস্তা দিয়ে হাসপাতাল, জেলাপরিষদ, ব্লক অফিস, একটি নামী ইংরেজি মাধ্যম স্কুল যাতায়াত করতে হয়। তাছাড়া স্থানীয়দের নিত্য যাতায়াত রয়েছে।
জাতীয় সড়কে যানজট, চুঁয়াপুর থেকে পঞ্চাননতলা নিত্য ভোগান্তিতে তিতিবিরক্ত বাসিন্দারা
Published By: Madhyabanga News |
Published On: