জাতীয় শিক্ষা নীতিতে বদল – ছাত্র সমাজ কি বলছে

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: ৩৪ বছর পর জাতীয় শিক্ষা নীতিতে বদল। নতুন এই শিক্ষা নীতিতে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। পাশাপাশি, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদল করে করা হয়েছে শিক্ষা মন্ত্রক.

কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, দশম ও দ্বাদশ শ্রেণিতে আর নতুন করে বোর্ডের পরীক্ষা নেওয়া হবে না। তার পরিবর্তে আনা হচ্ছে ৫+৩+৩+৪ পদ্ধতি। এখানে প্রাথমিককেও আনা হচ্ছে স্কুলের আওতায়। ক্লাস ওয়ান ও ক্লাস টু-কে রাখা হচ্ছে প্রি-প্রাইমারির মধ্যে। এটিকে বলা হচ্ছে ফাউন্ডেশন কোর্স।

নতুন ব্যবস্থায় নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একটি স্টেজ করা হচ্ছে। এটিকে বলা হচ্ছে সেকেন্ডারি স্টেজ। ফলে ওই স্টেজ চালু হলে এখনকার মতো আর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা হবে না।

নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৪ বছরের মধ্যে ৪০টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। এর মধ্যে কিছু পরীক্ষা নেবে বোর্ড। বাকি নেবে স্কুল।

কেন্দ্রীয় সরকারের এই নতুন শিক্ষানীতি নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলার ছাত্র মহলে। আগামী দিনে এই নতুন শিক্ষা নীতির বিরুদ্ধে আন্দোলনে নামার কথা জানাল বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা।