জাতীয় সড়কের দুর্দশায় ভোগান্তি অব্যাহত বহরমপুরে

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ বহরমপুর শহরের বুক চিরে চলে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের শোচনীয় অবস্থা। ভোগান্তির শেষ নেই নিত্য যাত্রী থেকে পথচারী, গাড়ি চালকদের। বর্ষায় আরও ভয়ঙ্কর রূপ জাতীয় সড়কের। বহরমপুরের গির্জার মোড় থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার বর্তমান অবস্থা একেবারেই বেহাল। যে কোন সময়ে দুর্ঘটনার আশংকা প্রবল। ৩৪ নম্বর জাতীয় সড়ক- দক্ষিনবঙ্গের সাথে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম গুরত্বপূর্ণ সড়ক। যোগাযোগ এবং পণ্য পরিবহনের দিক থেকে এই জাতীয় সড়কের গুরুত্ব অনেক। দৈনিক কয়েক হাজার গাড়ি চলাচল করে। কিন্তু বহরমপুরের মাটি ছুঁয়ে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা বরাবরের। খানা খন্দে ভরা রাস্তা দেখলে জাতীয় সড়ক বলেও মনে হয় না।

৩৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ হয় মাঝে মধ্যেই। অথচ সেই কাজের স্থায়িত্ব না থাকায় বেরিয়ে আসে পাথর। পথচারীরা বলছেন, বিপজ্জনক রাস্তায় হামেশায় ঘটে দুর্ঘটনা। হামেশাই ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। দুর্ভোগ কাটাতে জাতীয় সড়ক কতৃপক্ষ পাকাপাকি ভাবে সমস্যার নিষ্পত্তি করুক।