এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

জাকির হোসেনের উপর হামলায় জড়িত ইমানি ?

Published on: April 4, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ৪ এপ্রিলঃ মুর্শিদাবাদে ফিরেই নিমতিতা বিস্ফোরণে ইমানি যোগ নিয়ে মুখ খুললেন জাকির হোসেন। এদিনই জানা যায় নিমতিতা কান্ডের তদন্তে তৃতীয়বারের জন্য এনআইএ তলব করেছে সুতির তৃণমূল কংগ্রেস প্রার্থী ইমানি বিশ্বাসকে।
রবিবারই  হেলিকপ্টারে জঙ্গিপুর ফেরেন আহত জাকির হোসেন। কলকাতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
১৭ ফেব্রুয়ারি রাত্রে নিমতিতা স্টেশনে বিস্ফোরণে গুরুতরভাবে আহত হন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন।
বিস্ফোরণ নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানউতোরও।
রাজ্য সিআইডি প্রাথমিকভাবে তদন্ত  শুরু করলেও , পরে ঘটনার তদন্তে নামে এনআএই । পৃথক কেসও নথিভুক্ত করে এনআইএ। নিমতিতা স্টেশন, সুতির বিভিন্ন এলাকা সহ প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডেও তদন্ত চালাই কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।
তদন্তে এনআইএ একাধিকবার ডেকে পাঠায় সুতির তৃণমুল কংগ্রেস প্রার্থী ইমানি বিশ্বাসকেও।
এদিন জাকির ইমানির নাম না করেই বলেন, এক ব্যক্তিকে একাধিকবার তদন্তকারীরা ডেকে পাঠাচ্ছেন। তিনি ঘটনার সাথে যুক্ত থাকতেও পারেন।
তদন্তে এনআইএ’র উপর আস্থা রেখে জাকিরের মন্তব্য, “ এখনও হয়তো পুরো দোষী সাব্যস্ত হয় নি। কিন্তু কোন লোককে বারবার ডাকছে। নিশ্চয় কিছু আছে- নাহলে ডাকবে কেন?”
জাকিরের প্রশ্ন, আরো অনেক লোক আছে, ওনাকেই কেন ডেকে পাঠানো হচ্ছে ?
সঠিক তদন্ত করে নিমতিতা বিস্ফোরণের ঘটনার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন জাকির হোসেন।

এনআইএ সুত্রে জানা যায়, বিভিন্ন স্থানে তদন্ত চালিয়ে বিভিন্ন কাগজপত্র এবং ইলেক্ট্রনিক সামগ্রী বাজেয়াপ্ত করেছে এনআইএ। চলছে তদন্ত।
এর মাঝেই জাকিরের মন্তব্য রাজনীতিতে নতুন সমীকরণ যোগ করতে পারেই বলে মনে করছেন জঙ্গিপুরবাসী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now