মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বিশ্ব জল দিবসে জল সংরক্ষণের শপথ নিয়ে বহরমপুরে অনুষ্ঠিত হল একটি আলোচনা সভা ।ইমাজিন এই অনুষ্ঠানের আয়োজন করে । বুধবার বহরমপুর টেক্সটাইল কলেজের সভাগৃহে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস, জেলার অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন নির্মাল্য ঘরামী, জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল । ছিলেন নদী বিশেষজ্ঞ ডঃ সূর্যেন্দু দে , পরিবেশকর্মী পুষ্পক পাল । বুধবারের এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক ও ছাত্রছাত্রীরা এই আলোচনা সভায় অংশ নেন।এই সপ্তাহে বহরমপুর ব্লকের বিভিন্ন স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছিল ইমাজিন। এদিন পুরষ্কৃত করা হয় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের।
এদিন জল সংকট নিয়ে আলোচনা করেন পরিবেশ বিশেষজ্ঞ উন্মেষ মিত্র। এদিনের অনুষ্ঠানে জল রক্ষা ও সংরক্ষণ বিষয়ে আলোচনার পাশাপাশি শহরের চিত্রশিল্পীরা লাইভ ছবিও আঁকেন। শিল্পীরা ছবির মধ্যে দিয়ে প্রকাশ করেন জল নিয়ে সচেতনতার বার্তা।
জল সংরক্ষণের শপথ বহরমপুরে
Published By: Madhyabanga News |
Published On: