জলা ভরাট ধোপঘাটিতে ! পথসভায় বাধা দিল কারা ? অভিযোগ পরিবেশকর্মীদের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বহরমপুরে ধোপঘাটি বাঁচাতে জলাভূমি রক্ষা কমিটির পথ সভায় বাধা দেওয়ার অভিযোগ উঠল শনিবার। পরিবেশকর্মীদের দাবি, প্রশাসনিক ভাবে অনুমতি নিয়েই ধোপঘাটির এক প্রান্তে জলাভূমি ভরাটের প্রতিবাদে পথ সভা শুরু হওয়ার কথা ছিল দুপুরে। অথচ সেই সময় কিছু লোকজন ঘটনাস্থলে এসে মাইক বন্ধ করে দেয় । সভা করতে বাধার সৃষ্টি করে। খবর দেওয়া হয় বহরমপুর থানায়। পুলিশ আসে ঘটনাস্থলে। ঘন্টা দেড়েক ধরে বাকবিতণ্ডা চলে বলেও দাবি করেছেন জলাভূমি রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক শিল্পী সেন ।

জলাভূমি রক্ষা কমিটি যুগ্ম আহ্বায়ক শুক্লা মন্ডল বলেন,জলাভূমির পাড়েও কোন কাজ করা যেতে পারে না। কিন্তু মাটি ফেলা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন , মাঝরাতে ডাম্পারে করে মাটি ফেলা হচ্ছে। আজ সভা শুরু করতে গেলে বাধা দেন কয়েকজন। নকশাও দেখতে চান তারা। পরিবেশকর্মীরা জানান, অন্যদিন সভার আগে পুলিশ পৌঁছে গেলেও এদিন কোন পুলিশ ছিল না। পরে ফোন করার পর এলাকায় আসে পুলিশ। পরিবেশকর্মীরা জানান, এর আগেও বহুবার জলাভূমি ভরাট এর বিরুদ্ধে বহরমপুর পৌরসভার কাছে উপযুক্ত ব্যবস্থার দাবি করা হয়েছে। শুধু আশ্বাসই মিলেছে। ফের জলাভূমি ভরাট চলছেই । যদিও এই প্রসঙ্গে পৌর কর্তপক্ষের কোন প্রতিক্রিয়া মেলে নি।