জলাভূমি রক্ষাঃ জামিন পেলেন আন্দোনকারীরা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  বহরমপুরে  কোর্টে হাজির হয়ে জামিন  পেলেন  জলাভূমি রক্ষার আন্দোলনকারীরা । ২৭  অক্টোবর ২০২১, বহরমপুর শহরে জলাভূমি রক্ষায় গান্ধী মূর্তির পাশে জেলা শাসকের অফিসের সামনে তিন দিনের রিলে অনশনে বসেন জলাভূমি রক্ষা কমিটির সদস্যরা।

আন্দোলনকারীদের অভিযোগ ছিল,  বহরমপুর সহ মুর্শিদাবাদ জেলা জুড়ে অবৈধভাবে জলাভূমি ভরাট হচ্ছে। ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।   অনশনরত ২৬ জন আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ । সেদিনই সন্ধ্যায় মুক্তিও পান সকলে।

পরবর্তীতে ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন হয়। তারই পরিপ্রেক্ষিতে এবার সমন পাঠানো হয় জলাভূমি রক্ষা কমিটির সদস্যদের। হাজিরার জন্য সোমবার ২৩ জন সদস্য বহরমপুর এসিজেএম কোর্টে হাজির হন। এদিন ২৩ জন আত্মসমর্পণ করেন এবং সাময়িক মুক্তি দেওয়া হয় আদালতের পক্ষ থেকে ।