জলাভূমি বাঁচাও ! বহরমপুরে কনভেনশন পরিবেশ কর্মীদের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২০ মার্চঃ বাড়ছে পুকুর ভরাট।  জলাভূমি বাঁচাও, শহর বাঁচাও। বহরমপুরে কনভেনশন করে আওয়াজ তুললেন পরিবেশকর্মীরা। শনিবার শহর বহরমপুরে নাগরিক কনভেনশন কালেক্টরেট ক্লাব প্রাঙ্গণে এই কনভেনশন হয় ।

কনভেনশনে অংশ নেন বিভিন্ন মৎস সমবায় সমিতি, মৎসজীবী ফোরামের প্রতিনিধি, সূর্যসেনা, এ পি ডি আর-এর সদস্যরা। খাল, বিল, পুকুর, রাস্তার নয়ানজুলি , নদী , নালা, সমস্ত রকম জলাভূমি ভরাট করা সম্পূর্ণ ভাবে বন্ধ করতে হবে, বুজে যাওয়া জলাভূমি সংস্কার করতে হবে, জলাভুমির চরিত্র বদল করা যাবে না, জলাভূমি ভরাটকারীদের বিরুদ্ধে আইন্ত ব্যবস্থা নেওয়া সহ সাতটি দাবিকে তুলে ধরা হয় জনসমক্ষে।

সুন্দরভাবে বেঁচে থাকার স্বার্থে এই জলাভূমি ভরাট প্রতিরোধে জন সাধারনের কাছে গন আন্দোলনে যোগ দেওয়ার আবেদন জানানো হয়। গত চার বছর ধরে শহর থেকে শহরতলিতে জলাভূমি রক্ষা নিয়ে নানান কর্মসূচি চালিয়ে যাচ্ছে জলাভূমি রক্ষা কমিটি। মুক্ত নাগরিক সভায় হয় লিফলেট বিলি। মতামত নেওয়া হয় জন সাধারনের থেকে।