মধ্যবঙ্গ নিউজ ডেক্স : সোমবার ভারত সফরে আসছেন শেখ হাসিনা । বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ আত্মার আত্মীয়। এক ভাষা, এক প্রাণ। দুই দেশের অনেকখানি এলাকা জুড়ে সীমান্ত আছে। দু’দেশের রাষ্ট্র প্রধানরা মিলিত হলে দেশবাসীদের বহু আশা আকাঙ্ক্ষা জেগে ওঠে ।জনপ্রতিনিধিরা সেই দাবিগুলি সংশ্লিষ্ট মঞ্চে পৌঁছে দেন। আগামী ৫ সেপ্টেম্বর তিন দিনের ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাতেই আশার আলো দেখতে শুরু করছেন মুর্শিদাবাদ জেলার বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকার বাসিন্দারা। মুর্শিদাবাদে জলঙ্গীর কাকমারি ও পদ্মা নদীর ওপারে সংলগ্ন বাংলাদেশের রাজশাহীর চরঘাটের মধ্যে স্থলবন্দর গড়ার জন্যে লোকসভার পাবলিক আকাউন্টস কমিটির চেয়ারম্যান অধীররঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন।এর আগেও বহরমপুরের এই সাংসদ এই বিষয়ে চিঠি দিয়েছিলেন। সুত্রে জানা গিয়েছে, শুক্রবার পাঠানো ওই চিঠিতে মুর্শিদাবাদ ও বাংলাদেশে স্থলবন্দর গড়ার প্রস্তাব রয়েছে। কাকমারি ও চরঘাটের মধ্যে এটি করবার কথা বলা হয়েছে। সেখানে গত বছর ৩০ জুন ও ২৫ অক্টোবর দেওয়া এই বিষয়ে চিঠির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, মুর্শিদাবাদের সঙ্গে বাংলাদেশের অন্যতম দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তের দুই পারে মুর্শিদাবাদ ও রাজশাহীর বাসিন্দাদের অনেক পারস্পরিক আত্মীয় রয়েছে। মুর্শিদাবাদে ছিদ্রযুক্ত সীমান্ত, জলঙ্গী ব্লকের সীমান্ত এলাকার মানুষ খুব গরীব। বেআইনি পাচার ও অবৈধ কাজের জন্যে বেকার যুবক, গরীব মানুষকে কাজে লাগাতে টোপ দেওয়া হয় । জলঙ্গী ও রাজশাহীর মধ্যে পদ্মার উপর দিয়ে যোগাযোগের রাস্তা হলে দুই দেশের পদ্মা সংলগ্ন এলাকার আর্থিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বিশেষ করে মুর্শিদাবাদে। এটা হলে বেআইনি পথ থেকে সরে অনেকে বৈধ ব্যাবসায়ীতে পরিণত হতে পারবেন। শেষে লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আসছেন। এই বিষয়টি দ্বিপাক্ষিক আলোচনাতে রাখার অনুরোধ করেছেন তিনি। যাতে এটা বাস্তবায়িত হয়।
জলঙ্গী ও রাজশাহীর মধ্যে পদ্মা নদীর উপর দিয়ে রাস্তার জন্য স্থল বন্দর গড়তে প্রধানমন্ত্রীকে ফের চিঠি অধীরের
Published By: Madhyabanga News |
Published On: