জলঙ্গীর ৫ পঞ্চায়েতে অনাস্থার দিন ঘোষণা

Published By: Madhyabanga News | Published On:

অনাস্থা ভোটের দিন ঘোষণা হল জলংগীর ৫ টি গ্রাম পঞ্চায়েতে। ২, ৫ ও ৬ জুলাই পঞ্চায়েত গুলিতে অনাস্থার সভা ডাকা হয়েছে।

২ জুলাই খয়রামারি গ্রাম পঞ্চায়েত ও সাদিখাদিয়াড় গ্রাম পঞ্চায়েতে,
৫ জুলাই কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েত ও ফরিদপুর গ্রাম পঞ্চায়েতে। এবং ৬ জুলাই
জলঙ্গী গ্রাম পঞ্চায়েত অনাস্থা সভা হবে। সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্যকে ডাকা হয়েছে সভায়। পেশ হবে অনাস্থা প্রস্তাব।
নির্বাচনের ফল প্রকাশ হতেই বিধায়ক আব্দুর রাজ্জাক মন্ডলের নির্দেশে অনাস্থার প্রক্রিয়া শুরু হয়। একাধিক গ্রাম পঞ্চায়েত সদস্যকে দল থেকে বহিষ্কারের ঘোষণাও করেন বিধায়ক।
শুরু প্রধানদের বিরুদ্ধে অনাস্থার প্রক্রিয়া। কিন্তু তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি আবু তাহের খানের নির্দেশে থমকে যায় সেই প্রক্তিয়া। তবে পুনরায় অনাস্থার প্রক্রিয়া শুরু হয়েছে।
তৃণমূল কংগ্রেসের অন্দরমহলের আশংকা অনাস্থা ঘিরে উত্তপ্ত হয়ে উঠতে পারে জলংগী।