জলঙ্গীর ইউনুস সরকার দল ছাড়লেন ভোটের মুখে অস্বস্তিতে সিপিআই(এম)

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরো : ১৮ই মার্চ – জলঙ্গী বিধানসভার প্রার্থী নিয়ে দলের সাথে মনোমালিন্য চলছিল। সেই মনোমালিন্য চরম পর্যায়ে পৌছলে বৃহস্পতিবার বিকেলে। সাংবাদিক সম্মেলন করে সিপিআই(এম) ছাড়ার ঘোষণা করলেন ইউনুস সরকার।   জলঙ্গীর চারবারের বিধায়ক দাপুটে নেতা ইউনুস সরকার। গতবছর জুলাই মাসে শাসক তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের লাগামছাড়া আমফান দূর্নীতির বিরুদ্ধে  আন্দোলন করতে গিয়ে বেশ কিছু কর্মী সমর্থক সহ ইউনুস সরকার ১৫ দিন জেল খেটেছিলেন। জেল থেকে বেড়নোর পর জলঙ্গীর একাংশের মানুষের মধ্যে ধারণা তৈরী হয় আগামী বিধানসভা নির্বাচনে ইউনুস সরকারই জলঙ্গী বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন। সেই নিয়ে ইউনুসের উপর চাপ বাড়ছিল কিন্তু বিশেষ ব্যতিক্রম ছাড়া চারবারের প্রাক্তন বিধায়ককে সিপিআই(এম) প্রার্থী করবে না এটা নিশ্চিত ছিলেন ইউনুসও। জেলা নেতৃত্বেও ফের ইউনুস জলঙ্গী বিধানসভায় প্রার্থী হোন চাইছিলেন না। তারা সদ্য প্রাক্তন এক যুব নেতাকে জলঙ্গী বিধানসভাতে প্রার্থী করতে চাইছে এটা দলের মধ্যেই আলোচনার পর্যায়ে আসতেই শুরু হয় ক্ষোভ। সেই ক্ষোভের আগাম আঁচ পেয়ে অতি গোপনে আপাত বিতর্কহীন জলঙ্গী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতিকে সিপিআই(এম) জলঙ্গী বিধানসভার প্রার্থী হিসেবে বেছে নেয়। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন ইউনুস ও তার অনুগামীরা।কারণ জলঙ্গী বিধানসভার ভোট পরিচালনের জন্য ইউনুস সরকারকে সিপিআই(এম) কনভেনারের দ্বায়িত্ব দেয়। কিন্তু ইউনুসের দাবি প্রার্থী নির্বাচন নিয়ে তার সাথে জেলা নেতৃত্ব কোনই আলোচনা করেনি।ইউনুসের দাবি ২০১১ সাথে চারবার বিধায়ক রয়েছি তাই পার্টির সিদ্ধান্তমত আমার সাথে আলোচনা করেই প্রার্থী বদল করা হয়। কিন্তু এবার আমাকে অন্ধকারে রেখেই এই সব করা হলো। এটা আমাকে আঘাত করেছে।আমাকে আহত করেছে।

১লা আগষ্ট জেলা থেকে বেড়িয়ে আসছেন ইউনুস সরকার

আর এখানেই সিপিআই(এম) জেলা নেতৃত্ব ভোটের মুখে চরম অদূরদর্শীতার পরিচয় দিলেন বলে রাজনৈতিক মহলের অভিমত। ইউনুস সরকারের মত নেতৃত্বকে কনফিডেন্সে না নিয়ে জেলা নেতৃত্বের একাংশ জলঙ্গীর প্রার্থী নিয়ে তার সাথে রেশারেশির পর্যায়ে নিয়ে যায় বলেই সিপিআই(এম) নেতৃত্বের একাংশের মত। তার ফলেই ভোটের মুখে মুর্শিদাবাদ সিপিআই(এম) চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি বলে রাজনৈতিক মহলের অভিমত।  বিধানসভা ভোটের মুখে জলঙ্গীতে সেই ইউনুস সরকারের দল ছাড়া জলঙ্গীর সংযুক্ত মোর্চার সমর্থিত  সিপিআই(এম) প্রার্থীর কাছে বড় আঘাত বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এখন দেখার ইউনুস সরকারের রাজনৈতিক ভবিষ্যথ কোথায় দাঁড়ায়। আর এই বিপর্যয় কি ভাবে কাটিয়ে উঠে সিপিআই(এম)।