এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

জলঙ্গীতে সাত সকালে দম্পতির দেহ উদ্ধার

Published on: November 15, 2023

নিজস্ব সংবাদদাতা, জলঙ্গীঃ বুধবার সাত সকালে দম্পতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মু্র্শিদাবাদের জলঙ্গীর কলিকাহারা এলাকায়।  ঘরের ভেতর থেকে উদ্ধার হয় দেহ। কীভাবে ওই দম্পতির মৃত্যু হল তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরাই। রহস্যজনক এই মৃত্যুর ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, জলঙ্গীর কলিকাহারা এলাকায় থাকতেন আলমগীর সেখ ও তার স্ত্রী জলি বিবি। বছর তিনেক আগে তাঁদের বিয়ে হয়। পেশায় টোটো চালক ছিলেন আলমগীর। বুধবার সকালে দরজা বন্ধ দেখে ওই দম্পতিকে ডাকাডাকি করে পরিবারের সদস্যরা। দু’জনের কোনও সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভাঙতেই দেখেন মেঝেতে পরে রয়েছে স্বামী আলমগীরের দেহ আর গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে স্ত্রী জলি বিবি।  এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবারের দাবি স্বামী স্ত্রীর মধ্যে কোন ঝামেলা ছিল না, তাও কীভাবে এমন ঘটনা ঘটল তা বুঝে উঠতে পাড়ছেন না কেউই। খবর দেওয়া হয় জলঙ্গি থানায়। পুলিশ এসে জোড়া মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now