জলঙ্গীতে প্রয়াত বিএসএফ জওয়ানকে রাষ্ট্রীয় মর্যদায় শেষ শ্রদ্ধা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ জলঙ্গী পদ্মার ধারে পূর্ণ রাষ্ট্রীয় মর্যদায় শেষকৃত্য সম্পূর্ন হল বিএসএফ জওয়ান অজয় মন্ডলের  । প্রয়াত  জওয়ান অজয় মন্ডল জলঙ্গির চোয়াপাড়ার বাসিন্দা ছিলেন । পরিবার সুত্রে জানা গিয়েছে ১২ বছর আগে জলঙ্গির চোয়াপাড়ার বাসিন্দা অজয় মন্ডল বিএসএফে যোগদেন। পিতৃহীন ছোটি দুই ভাই, মা ও স্ত্রীকে নিয়ে ছিল তাঁর সংসার।

অজয় মন্ডল মেঘালয়ের শিলংয়ের মৌপাটে বিএসএফের ১১০ ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। হঠাৎ করেই দিন ছয়েক আগে অসুস্থ হয়ে পরেন।  সেখানেই সেনা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল তাঁকে । কিন্তু শেষ রক্ষা হল না। শুক্রবার সন্ধ্যায় তাঁর  মৃত্যু হয়। ঘটনার খবর বাড়িতে পৌচ্ছতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে।

রবিবার সকালে জলঙ্গীর চোয়াপাড়া এলাকায় শেষ বারের জন্য এসে পৌচ্ছায় অজয়ের দেহ। এরপর বাড়ির পাশে পদ্মা নদীর ধারে রাষ্ট্রীয় মর্যদায় গ্যান স্যালুটের মধ্যে দিয়ে শেষ শ্রদ্ধা জানান হয় মৃত জওয়ান অজয় মন্ডলকে। বিএসফের আধিকারিক ও অন্যান্য জয়ানরাও এদিন তাকে শ্রদ্ধা জানান।