এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

জলঙ্গিতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল একজনের, আহত আরও তিন

Published on: October 30, 2022

জলঙ্গিতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একজনের, গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন। মৃত ব্যক্তি জলঙ্গীর চোয়াপাড়া এলাকার বাসিন্দা বলে খবর। শোকের ছায়া এলাকা জুড়ে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে শনিবার রাতে জলঙ্গী থেকে বাইকে চেপে কাকা ভাইপো চোয়াপাড়ায় বাড়িতে ফিরছিলেন অন্যদিকে নদীয়ার ফুলবাড়ি এলাকা থেকে বাইকে করে স্বামী স্ত্রী সাগরপাড়ার দেবিপুর এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন । পথে চোয়াপাড়া এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চোয়াপাড়ার বাসিন্দা বছর ৫২ সমর মন্ডলের। দুর্ঘটনায় গুরুতর জখম হন সুকুমার মন্ডল, পার্থ সরকার ও ঝুম্পা সরকার। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তিনজনকেই প্রথমে ডোমকল সুপার স্পেসালিটি হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now