সুব্রত প্রামানিক জলঙ্গী : শুক্রবার দিনভর চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মুর্শিদাবাদ জেলা জুড়েই। বজ্রপাতেই মৃত্যু হল মুর্শিদাবাদের জলঙ্গির পৃথক দুই জায়গায় দুইজনের। একজনের নাম বিনয় সরকার বয়স ৬৫ বছর এবং অন্যজনের নাম আজিজ শেখ, বয়স ১১ বছর।bবিনয় সরকারের বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত উদয়নগর চর কলোনিতে এবং আজিজের বাড়ি জলঙ্গির সাহেবরামপুর সবজিপাড়ায়।
মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারজুড়ে। কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজনেরা। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আপনজনকে হারিয়ে চোখে জল আত্মীয়দের।
এছাড়াও এদিন বাজ পড়ে আহত হয়েছেন আরও দুজন। জলঙ্গীর কীর্তনিয়াপাড়া এলাকায় বাজ পড়ে আহত দুই । আহতদের ডোমকল মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।
জলঙ্গিতে বজ্রাঘাতে প্রাণ গেল দুজনের, আহত দুই
Published on: June 18, 2022















