উমর ফারুক : বেলডাঙা ২৫ শে নভেম্বর – জমি বিবাদের জেরে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা। অভিযোগ শনিবার সুরুলিয়া গ্রামের বাসিন্দার উপর মির্জাপুরের এক বাসিন্দা দুষ্কৃতিদের দিয়ে হামলা করে। এরপরেই সুরুলিয়ার বাসিন্দারা ছুটে প্রতিবাদ করলে একজন দুষ্কৃতিকে ধরে ফেলে তারা। রাস্তা অবরোধ করে মোটর বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বেশ কয়েক দিন ধরেই জমির সীমানা ও দিকের দখল নিয়ে দুই প্রতিবেশীর গ্রামের দুই ব্যক্তির মধ্যে ঝামেলা শুরু হয়। বেলডাঙ্গার সুরুলিয়ার বাসিন্দা মহম্মদ মফিজুল হক এর অভিযোগ, জমি নিয়ে বিবাদের জেরে মির্জাপুরের মস্তান বাহিনী নিয়ে এসে চড়াও হয় ঐ প্রতিবেশী। এরপর তাকে উদ্দেশ্য করে গুলি চালাতে শুরু করলে, স্থানীয় লোকজন চিৎকার শুরু করে ও তাদের বাধা দিতে যায়। এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। উত্তেজিত জনতা একজন কে ধরে ফেলে এবং মোটরবাইকে আগুন জ্বালিয়ে দেয়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলডাঙ্গা থানার পুলিশ। বেলডাঙ্গা থানার ওসি গিয়ে উত্তেজিত জনতাকে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন স্থানীয়রা। এলাকা জুড়ে রয়েছে চাপা উত্তেজনা।