জীব বৈচিত্র নষ্ট হয়ে যাচ্ছে বলে গবেষণা হচ্ছে । কিন্তু, আত্মত্যাগী, অহঙ্কার ছুড়ে ফেলা সেই সব মানুষগুলো কেন কমে যাচ্ছে? অবক্ষয়ের সমাজে কেন নেই সেইসব মানুষ? হবে না গবেষণা? সুধীন সেনের জন্মশতবর্ষের সূচনা অনুষ্ঠানে আত্মত্যাগী ওই মানুষ সম্পর্কে বলতে গিয়ে আলোচনাতে উঠে এল এই প্রসঙ্গ। মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট মানুষ সুধীন সেনের জন্মের একশো বছরকে স্মরণীয় করতে বছরভর অনুষ্ঠানের সূচনা হল।বৃহস্পতিবার বহরমপুরের রবীন্দ্রসদনে ওই অনুষ্ঠানে যোগ দেন বিশিষ্ট মানুষেরা। সুধীন সেন একাধারে কমিউনিস্ট, চিত্রশিল্পী, সুরকার ছিলেন। স্মৃতিচারণা করেন অনুষ্ঠানের উদ্বোধক জে এন আকাদেমির প্রাক্তন শিক্ষক প্রবীণ সোমনাথ চক্রবর্তী। তিনি সুধীন সেনের কণ্ঠে গাওয়া, এখনও গেল না আঁধার, এখনও রহিল বাধা গানটির কথা বিশেষভাবে স্মরণ করেন। সুধীন সেন সম্পর্কে বক্তব্য পেশ করেন সুধীন সেন জন্মশতবর্ষ উদযাপন কমিটির চারজন আহ্বায়ক এর অন্যতম দেবজ্যোতি বিশ্বাস ও অন্যান্যরা। আহবায়ক বলেন, সুধীন সেন রাজনৈতিক, সাংস্কৃতিক শিক্ষক। কেন সুধীন সেনের মতো মানুষ হারিয়ে যাচ্ছে? এই অনুষ্ঠান আমাদের অবশ্য পালনীয় কর্তব্য।
অনুষ্ঠানে সুধীন সেনের লেখা, আমাদের অভিজ্ঞতায় মুর্শিদাবাদ জেলায় কমিউনিস্ট আন্দোলন বই নব কলেবরে প্রকাশিত হয়। সুধীন সেনের লেখা ১১টি গানের সংকলনের সিডি প্রকাশ করেন গীতিকার শুভেন্দু মাইতি। বিশিষ্ট এই সঙ্গীত শিল্পী নিজের লেখা গান গেয়ে শোনান। তাঁর মায়ের কথা তুলে ধরে বলেন, ঘরে ঝুল জমলে ঝেড়ে নিতে হয়। সুধীন সেন সম্পর্কে তাঁর অকুন্ঠ শ্রদ্ধার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে সুধীন সেনের আঁকা মার্ক্স, এঙ্গেলস, লেনিন, স্তালিনের ছবি একজায়গায় করে স্মারক তুলে দেওয়া হয় বিশিস্টদের হাতে। শততম জন্মদিবসে সুধীন সেন স্মরণ ওই অনুষ্ঠানে আমরা ভেঙে আমি, সংস্কৃতির উল্টো চাল বিষয়ে বক্তব্য পেশ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল কাফি। অনুষ্ঠানে ছিলেন বাচিক শিল্পী অভিজিত সরকার, সুধীন সেনের পুত্র সুগত সেন, কন্যা শিল্পী সেন, অন্যান্যরা।
মেধাবী ছাত্র সুধীন সেনের কে এন কলেজে পড়াশোনা করা, কমিউনিস্ট হওয়া, সব ত্যাগ করা, প্রয়াত এই মানুষটির জীবন চর্চার বিভিন্ন বিষয় এদিন প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকদের সামনে আলোচনায় উঠে এসেছে।
জন্মশতবর্ষে সুধীন সেন, রবীন্দ্রসদনে সূচনা হল বছরভর অনুষ্ঠানের
Published on: September 2, 2022















