রবীন্দ্রনাথ কৈবর্ত্ত : খড়গ্রাম ২৬ শে অক্টোবর – দীর্ঘ লড়াইয়ের পর জন্মদিনের দিনেই থেমে গেল বারো বছরের শারীরিক প্রতিবন্ধী দয়ালহরি মন্ডলের জীবন। বুধবার ছেলেক বিষ খাইয়ে আত্মহত্যা করেন মা সুমিত্রা মন্ডল। আশংকাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি থাকার পর বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তার। এক দিনের যুদ্ধের পর প্রাণ হারাল বারো বছরের দয়ালহরি মণ্ডল। খড়গ্রাম থানার দক্ষিণ গোপিনাথপুর গ্রামের গৃহবধূ সুচিত্রা মন্ডল। স্বামী বিষ্ণু মণ্ডল ও দুই সন্তান নিয়ে তার সংসার। ছোট ছেলে দয়ালহরি মন্ডল ছোট থেকেই মানসিকভাবে অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী। সন্তানের এই শারীরিক অবস্থা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন সুচিত্রা দেবী। বুধবার সকালে সুচিত্রা মন্ডল ছেলে কে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। ঘর থেকে আশংকাজনক অবস্থায় মা ও ছেলে দুজন কেই উদ্ধার করে খড়গ্রাম ও পরে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সুচিত্রা দেবীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা এবং বারো বছরের দয়ালহরি চিকিৎসা শুরু হয়। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় দয়ালহরির। পরিবার সুত্রে জানা যায় ২০০৫ সালে এদিন জন্ম হয় তার। এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায় ।