জন্মদিনের উপহার ‘রেড ভলেন্টিয়ার’দের হাতে তুলে দিল খুদে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৬মেঃ কোভিড মোকাবিলায় প্রশংসা কুড়িয়েছে রেড ভলেন্টিয়াররা। ভোটের পর করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই রাস্তায় নেমে কাজ করছেন লাল স্বেচ্ছাসেবকরা। কাজে নেমে খরচ অনেক, মানুষের কাছে সাহায্যের আবেদন করেছে রেড ভলেন্টিয়াররা।  এবার বহরমপুরে নিজের জন্মদিনের উপহারে পাওয়া অর্থ রেড ভলেন্টিয়ারদের হাতে তুলে দিল ক্লাস ওয়ানের খুদে ঐশিক রায়।

রেড ভলেন্টিয়ারদের হাতে টাকা তুলে দিচ্ছে ঐশিক

বুধবার সন্ধেয় সৈদাবাদ ঘাটবন্দর এলাকার মটুরাপাড়া লেনের বাড়িতে গিয়ে খুদের হাত থেকে সাহায্য নিলেন  বহরমপুরের রেড ভলেন্টিয়াররা।

কিছুদিন আগেই গিয়েছে  ঐশিকের ছয় বছরের জন্মদিন । জন্মদিনে আত্মীয়দের কাছ থেকে প্রায় সাড়ে তিন হাজার টাকা পায় ঐশিক। কিন্ত সব টাকাটাই সে দিয়ে দিয়েছে রেড ভলেন্টিয়ারদের।

ঐশিকের মায়ের কথায়, কাগজে রেড ভলেন্টিয়ারদের ছবি দেখে ছেলের প্রশ্ন ছিল, কী করছে ওরা ? রেড ভলেন্টিয়াররা ভালো কাজ করছে জেনে নিজেও যুক্ত হতে চেয়েছে ঐশিক। মায়ের প্রস্তাবে ঐশিক রাজি হয় জন্মদিনের উপহার রেড ভলেন্টিয়ারদের হাতে তুলে দিতে।

 

অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোন রোগীর বাড়ির বাইরে রেড ভলেন্টিয়াররা

খুদের এই উপহারি উচ্ছ্বসিত বহরমপুরের রেড ভলেন্টিয়াররাও। বহরমপুরের রেড ভলেন্টিয়ার অয়নাংশু দে’র কথায়, এই উপহার বাড়তি সাহস জোগাবে  স্বেচ্ছাসেবকদের।

রেড ভলেন্টিয়ারদের সাথে ঐশিক

বহরমপুরের রেড ভলেন্টিয়াররা জানান, কোভিড মোকাবিলায় খোলা হয়েছে হেল্প লাইন। সেখানে ফোন করছেন সমস্যায় পড়া মানুষ। বহরমপুরে সিপিআই(এম) জেলা অফিসের পাশে ডিওয়াইএফআই অফিস থেকেই কাজ করছেন রেড ভলেন্টিয়াররা।  অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার নিয়ে ছুটে যাচ্ছেন রেড ভলেন্টিয়াররা। পৌঁছে দেওয়া হচ্ছে ওষুধ, খাবারও।