চিরঞ্জীত ঘোষ, বহরমপুর ২৭ শে জুন – ফের জঙ্গী আন্দোলনের পথে এবিটিএ। ডিসেম্বরে নয় অবিলম্বে পে কমিশনের রায় ঘোষণা এবং ৪১% বকেয়া ডি এর দাবিতে বহরমপুরে জেলা শাসক দপ্তর আইন অমান্যে সামীল হলেন মাধ্যমিক শিক্ষকরা। আইন আমান্যের আগে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে অবস্থান বিক্ষোভ সভায় সামিল হলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্য ও নেতৃত্বরা। এই আন্দোলনকে সামাল দেবার জন্য ডিএসপির নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী হাজির ছিলেন জেলা শাসকের দপ্তরে।
বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাধ্যমিক শিক্ষকরা জমায়েত হন ডিআই(মাধ্যমিক) অফিস চত্তরে। সেখানে বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান,শিক্ষক আন্দোলনের নেতা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য,দুলাল দত্ত,জুলফিকার আলি সহ অন্যান্যরা। সভা শেষ করে সেখান থেকে নিখিলবঙ্গ শিক্ষক সংগঠনের সদস্যরা মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে পৌচ্ছায় । জেলা শাসকের দপ্তরের সামনের মূল গেটের পুলিসী ব্যারিকেড ভেঙে প্রশাসনিক ভবনে পৌঁছন শিক্ষকরা। এরপর সেখানে অবস্থায় বিক্ষোভে সামিল হন তারা। ৫ জনের এক শিক্ষক প্রতিনিধি দল বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে জেলা প্রশাসনিক ভবনে স্মারকলিপি জমা দেন। এদিনের কর্মসূচীতে শিক্ষকদের উপস্থিতিতে উচ্ছোসিত এবিটিএ নেতৃত্ব। তাদের বক্তব্য এটাই মোক্ষম সময় সরকারের কাছে দাবি আদায় করতেই হবে। শুধুমাত্র জেলা স্তরেই এই আন্দোলন থেমে থাকবে না রাজ্যেও আইন অমান্য করা হবে এই দাবিতে।