জঙ্গীপুর ফিরলেন জাকির হোসেন

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ রবিবার জঙ্গীপুর ফিরলেন জাকির হোসেন। কলকাতা থেকে এদিন দুপুরে হেলিকাপ্টারে তিনি ফেরেন জঙ্গীপুর। প্রাকৃতিক দুর্যোগের মাঝেই ল্যান্ড করে হেলিকাপ্টার।

১৭ ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে গুরুতর ভাবে  আহত হন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। তারপর থেকে কলকাতায় চিকিৎসা চলছিল তার।

রবিবার বাড়ি ফিরলেন তিনি। জাকির হোসেনকে স্বাগত জানাতে এদিন হেলিপ্যাডে উপস্থিত ছিলেন দলের কর্মী সমর্থকরা।

মন্ত্রী পরিচয় ছাড়াও, এলাকায় শিল্পপতি , সমাজসেবী হিসেবে পরিচিত জাকির হোসেনের ঘরে ফেরায় খুশি জঙ্গীপুরবাসি। জাকির হোসেনের আহত হবার খবরে সুস্থতা কামনা করেছিলেন সব রাজনৈতিক দলের নেতারাই।

বর্তমানে নিমতিতা বিস্ফোরণ কান্ডের তদন্ত করছে এনআইএ। একাধিকবার তদন্তে ডাকা হয়েছে সুতির তৃণমূল কংগ্রেস প্রার্থী ইমানি বিশ্বাসকে। জাকির ফেরায় তৃণমূল কংগ্রেসের স্বস্তি কাটবে কিছুটা।

মঙ্গলবার ফের বসবে জাকির হোসেনের জনতার দরবার। ওই দিনই নমিনেশন জমা করবেন তিনি।

জাকির বলেন, “ মনে হচ্ছে নতুন জীবন পেলাম । খুব ভালো লাগছে। এলাকার মানুষের সাথে দেখা হচ্ছে”।

দল এবং দলনেত্রীকে ধন্যবাদও জানান তিনি। স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদেরও অভিনন্দন জানান নির্বাচনের কাজ শুরু করার জন্য।

জাকির বলেন, “ আমি চাই দুষ্কৃতীদের কঠোর সাজা হোক। আইনের সাজা হোক । ভোটাররা আমার পক্ষে আছেন, আমাকে তারা বিপুল ভোটে জেতাবেন। শরীর ভালো হলে এলাকার সব মানুষের কাছে যাবো ”।

এই কদিন মানুষের কাছে না যেতে পারেয় কষ্ট পেয়েছেন জাকির, অকপটভাবে সংবাদ মাধ্যমকে জানান সেই কথা।