এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

আবার সিনেমায় শতাব্দী, হিন্দি ছবি জঙ্গীপুর ট্রায়াল

Published on: November 9, 2021

আজ থেকে একত্রিশ বছর আগে চাপা পরে যাওয়া জঙ্গীপুরের একটি মামলা পুনরুদ্ধারে নামলেন শতাব্দী রায়। কি কি প্রমান তিনি সংগ্রহ করছেন? আঁচ পাওয়া গেল কিছুটা।শুনে অবাক লাগলেও মুর্শিদাবাদে এসেছেন অভিনেত্রী শতাব্দী রায়। রাজনীতির সাথেই এখন তিনি ব্যস্ত শুটিং এ। বহুদিন পর তাঁর কামব্যাক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘জঙ্গিপুর ট্রায়াল’ দিয়ে। নাম শুনেই আন্দাজ মিলছে বেশ রোমাঞ্চকর কোর্ট রুম ড্রামা হতে চলেছে এই ছবি।নতুন সিনেমার শুটিং পর্বে মুর্শিদাবাদে হাজির এই সিনেমার মূল চরিত্রে যিনি অভিনয় করছেন- শতাব্দী রায়। মঙ্গলবার আজিমগঞ্জ বাড়ি কোঠিতে চলা শুটিং এর ফাঁকেই অভিনেত্রী শতাব্দী রায় বলেন, জঙ্গীপুর সংলগ্ন বিভিন্ন জায়ায় শুটিং হচ্ছে।বহুদিন পরে আবার শুটিং ফ্লোরে ফিরে, ছবিতে কাজ করায় খুশি। বাংলা সিনেমার মাধ্যমে মুর্শিদাবাদের পর্যটন শিল্পের উন্নতি ঘটুক, সেই আশাও রাখছেন অভিনেত্রী।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now