জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ হাসপাতাল করতে চান অরিজিৎ, জানালেন মুখ্যমন্ত্রী। মা, মাটি , মানুষের লোক ।

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ  জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ হাসপাতাল করতে চান গায়ক  অরিজিৎ সিং। মুর্শিদাবাদের সাগরদিঘিতে সভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন সাগরদিঘির ধুমারপাহাড়ে  মুর্শিদাবাদ জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হয় । সেখানেই মমতা বন্দোপাধ্যায় বলেন, ” জঙ্গিপুরে হাসপাতাল আছে। কিন্তু  মুর্শিদাবাদ জেলার ছেলে অরিজিৎ খুব ভালো গান করেন। সারা বিশ্বের গর্ব। অরজিৎ আমাকে বলেছে  , দিদি আমি জঙ্গিপুরে একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল  করতে চাই” । মমতার আশ্বাস। ” আমি তাঁকে মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলছি। তুমি করো। তুমি যদি জঙ্গিপুরেও করতে চাও,  যা যা সাহায্য লাগবে আমি দেব।  তুমি এগিয়ে এস” । এর পরই মমতা বলেন,  ” ও একটা মা , মাটি মানুষের লোক। মানে, মাটিতে চলা লোক। ওর কোন অহংকার নেই। ওর গুণই ওর অহংকার”। যদিও এই প্রসঙ্গে এখনও মুখ খোলেন নি অরিজিৎ সিং।  বিড়ি শ্রমিকদের চিকিৎসার জন্য জাকির হোসেন, খলিলুর রহমানকেও হাসপাতাল তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও গায়কের ঘনিষ্ঠ সূত্রের খবর, জিয়াগঞ্জে ওই মেডিক্যাল কলেজ হাসপাতাল তৈরি করতে চান অরিজিৎ সিং।