নিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুরঃ জেলা কমিটি ঘোষণার দিন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমানের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়েছিলেন সুতীর বিধায়ক ইমানি বিশ্বাস। জেলা সভাপতি খলিলুর রহমানকে সিপিএম, কংগ্রেস ও বিজেপির দালাল বলে তোপ দেগেছিলেন সেদিন। তৃণমূল নেতাদের দাবি, শনিবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সামনে সেই ইমানি খলিলুলের হাত ধরে ভুল স্বীকার করলেন। আপাতত মিটেছে মনোমালিন্য, দাবি করলেন জেলা নেতৃত্ব । শনিবার জঙ্গিপুর পুরসভার জলস্বপ্ন প্রকল্পের উদ্বোধনে এসেছিলেন রাজ্যের পুরমন্ত্রী। সেখানে এই দ্বন্দ্বের কথা শোনের মন্ত্রী ফিরহাদ হাকিম । ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন।
পৌরসভার অনুষ্ঠান শেষ করে উমরপুরে খলিলুর রহমানের বাড়িতে মধ্যাহ্ণ ভোজ সারেন মন্ত্রী ফিরহাদ হাকিম। খাওয়া দাওয়া শেষে জেলা নেতৃত্বের সঙ্গে দলীয় বৈঠকে অংশ নিয়েছিলেন ফিরহাদ। সেই বৈঠকে স্বাভাবিকভাবেই উঠে আসে সাংসদ বিধায়কের দ্বন্দ্বের কথা। দুপক্ষের কথা শুনে ফিরহাদ তৎক্ষণাৎ তা মিটিয়ে নেওয়ার নির্দেশ দেন বলে সূত্রের খবর । এনিয়ে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান কানাই মন্ডল বলেন, ” ছোটখাটো ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী। তিনি বলেন যে জেলা কমিটি ঘোষণা হয়েছে তা মেনে নিয়েই সকলকে চলতে হবে। তখন সভাপতির হাত ধরে ক্ষমা চেয়ে নেন ইমানি” ।”যদিও ক্ষমা চাওয়ার ব্যপারে মুখ খুলতে চাননি বিধায়ক ইমানি বিশ্বাস ।