এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

জঙ্গিপুরে নারী সুরক্ষায় বাইক সওয়ার মহিলা পুলিশ

Published on: April 28, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ জঙ্গিপুর শহর সহ জঙ্গিপুর পুলিশ জেলা বাইকে করে  দাপিয়ে বেড়াবে কালো পোশাকের  মহিলা  পুলিশ। বাইক নিয়ে রাস্তায় পেট্রোলিং করবেন মহিলা পুলিশ কর্মচারীরা। মহিলা সুরক্ষা বিষয়ে বিশেষ নজরদারি চালাবে মহিলা বাইক পেট্রোলিং টীম। বৃহস্পতিবার জঙ্গিপুর পুলিশ জেলায় ইউনার্স টিমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধি নাথ গুপ্ত,  ডিআইজি মুর্শিদাবাদ রশিদ মুনির খান ও জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে।

আপাতত দুই মহিলা পুলিশ অফিসারের অধীনে ৩০  জনের বাহীনি রাস্তায় নামবে। স্কুটি নিয়ে শহরে ঘুরবেন তারা। জঙ্গিপুর পুলিশ জেলার এসপি ডঃ ভোলানাথ পাণ্ডে জানান, বেশিরভাগ শহর এলাকায় ঘুরবে এই বাহিনী। গার্সলস্কুল, পার্ক, শহরের বিভিন্ন এলাকায় স্পেশাল ড্রাইভ চলবে। পুলিশের কন্ট্রোল রুমে ফোন করলে পরিস্থিতি মতো এই বাহিনীকে পাঠাবে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now