এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

জঙ্গিপুরঃ উধাও ক্লাস এইটের ছাত্র, ‘সুইসাইড নোট’, ব্যাগ, জুতো উদ্ধার

Published on: April 29, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ অভিমানী সুইসাইড নোট লিখে উধাও হয়ে গেল জঙ্গিপুরের এক বেসরকারি স্কুলের ছাত্র । বৃহস্পতিবার স্কুল ছুটির পরও বাড়ি ফেরেনি ক্লাস এইটের ঐ  ছাত্র  । রঘুনাথগঞ্জের বালিঘাটার বাসিন্দা এই স্কুল ছাত্রর খোঁজ শুরু হয় সন্ধ্যে থেকেই। মাঝরাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ চালায় অভিভাবকরা।

শুক্রবার ভোরে স্থানীয়রা প্রাতঃভ্রমণে এসে পার্কে একটি ব্যাগ, এক পাটি জুতো দেখতে পান। ব্যাগে ছিল জামাকাপড়, বই। ব্যাগেই উদ্ধার হয় একটি ‘সুইসাইড নোট’। যেখানে লেখা, “আমি চেষ্টা করেছিলাম ।  কিন্তু দুঃখিত তোমাদের  হতাশ করেছি। আমার বাঁচতে ইচ্ছে করছে না ”  ।

ওই ছাত্রের কাকা   জানান, “ কাল সারারাত আমরা ওকে খুঁজেছি। বন্ধুদের কাছেও খোঁজ করেছিলাম আমরা। শুনেছি, স্কুলে গার্জেন কল হয়েছি।   কী হয়েছিল কিছুই বুঝতে পারছি না” ।

ছাত্রের উধাও হয়ে যাওয়ায় দানা বাঁধছে রহস্য। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এলাকায় বাসস্ট্যাণ্ডে দেখা যায় ওই ছাত্রকে। তারপর কোথায় গেল ওই স্কুল ছাত্র ? উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now