জঙ্গলে ঢাকছে বহরমপুর স্টেডিয়াম

Published By: Madhyabanga News | Published On:

শহর বহরমপুরে খেলাধূলা প্রেমী মানুষের অভাব নেই | রয়েছে প্রচুর ক্রিকেট ও ফুটবল প্রশিক্ষণ সংস্থা | ১১০ বিঘা জমির উপরে বহরমপুর স্টেডিয়াম থাকলেও শহরবাসী খেলার জন্য ব্যবহার করতে হয় অন্য মাঠ অথবা যেতে হয় শহরের বাইরে |স্টেডিয়াম খোলার পরে বলা হয়েছিল সুগঠিত, পরিপোক্ত হেলিপ্যাড ,মাথার উপরে ছাদ সহ চারটি সম্পূর্ণ গ্যালারি থাকবে, যাতে দর্শকদের খেলা দেখতে কোনো সমস্যা না হয় |সময় ক্ষেত্রে এই স্টেডিয়ামে শহরের মানুষের মনরঞ্জন এর জন্য উন্নত মানের সার্কাস দেখানো হবে

| করা হবে জোনাল, রাজ্য ও জাতীয় স্তরের বিভিন্ন খেলাধূলা হবে ।তবে বর্তমানে এইসব কথার অধিকাংশই অতীত ! শহরের স্টেডিয়ামে ক্যান্সার !স্টেডিয়াম এর বাইরে যে হাঁটার রাস্তা  রয়েছে তা বেশির ভাগই জঙ্গলে ঢেকে রয়েছে |ভিতরের যে চারটি সম্পূর্ণ গ্যালারি হওয়ার কথা ছিল, তা বেশিরভাগ অসম্পূর্ন ও ভগ্ন প্রায় | গ্যালারির সিঁড়ী গুলি ভেঙ্গে পরছে,আগাছায় পূর্ণ গ্যালারি । স্টেডিয়াম এর ভিতরের বেশিরভাগ অংশ ভর্তি জঙ্গলে, ও বিরাট খানা- খন্দে

 

|বর্তমানে স্টেডিয়াম ব্যবহার হয় বাইরে থেকে আসা বাস দাঁড়াতে নয়তো বা বাইরে থেকে আসা মালবাহী গাড়ি ফাঁকা করতে |খেলা ধূলা – তা এখন প্রশ্নতীত!মাঝে মাঝে সামরিক বাহিনী নিয়োগের যে পরীক্ষা অর্থাৎ মাঠপাস হতে দেখা যায়, আর দেখা যায় রাজনৈতিক নেতা মন্ত্রীর হেলিকোপটার নামতে | খেলা ধূলা নৈব নৈব চ ।শহরের প্রশাসনিক দপ্তরে বহু আর্জির পরেও নজর নেই কারো | এই স্টেডিয়াম সংলগ্ন অঞ্চলেই রয়েছে জেলার পরিবহন দপ্তর, মীন ভবন ও খাদ্য ভবন ;নজর নেই কারোর | সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারন ক্রীড়া প্রেমিদের । চাপ বাড়ছে শহরের অন্য দুটি মাঠ স্কয়ার ফিল্ডে ও YMA মাঠে ।